Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ

প্রশিক্ষণ বিস্তারিত

উপজেলা রিসোর্স সেন্টার, লৌহজং, মুন্সীগঞ্জ কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যঃ

উপজেলা পর্যায়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের  লক্ষ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) কাজ করছে। উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের   শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরুপন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে। বিভিন্ন প্রশিক্ষণর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিখন শেখানো কার্যক্রমের গুনগতমান বৃদ্ধি করনে ইউআরসি সহায়তা করছে। উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি), লৌহজং, , মুন্সীগঞ্জ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিম্নোক্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছেঃ

  • ১। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (বাংলা, গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান, চারু ও কারুকলা, শারিরীক শিক্ষা এবং সংগীত)।
    ২। প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ।
    ৩। মার্কিং স্ক্রীম বিষয়ক প্রশিক্ষণ।
    ৪। Teachers Support Network Through Lesson Study (TSN) প্রশিক্ষণ।
    ৫। চাহিদাভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ।
    ৬। কারিকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ।
    ৭। নবনিযোগ প্রাপ্ত শিক্ষকদের ইনডাকশন বিষয়ক প্রশিক্ষণ।
    ৮। প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ।
    ৯। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মানোন্নয়ন বিষয়ক (QIC) প্রশিক্ষণ।
    ১০। বেসিক ইন সার্ভিস বিষয়ক প্রশিক্ষণ।
    ১১। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রশিক্ষণ।
    ১২। প্রাক-প্রাথমিক ওরিয়েন্টেশন।

শিক্ষাক্রম প্রশিক্ষণের/2023 স্থির চিত্র